দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করা ইংল্যান্ড আজ মুখোমুখি হয়েছে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দলের। গুয়াহাটিতে অনুষ্ঠিত এই ম্যাচটি সুপার এইট পর্ব নিশ্চিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট, ফলে ব্যাট হাতে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে অলআউট করে ১০ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচের সাফল্যের ধারাবাহিকতায় আজও বোলারদের ওপরই আস্থা রেখেছেন অধিনায়ক সিভার-ব্রান্ট। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ আজ নিজেদের জয়ের ধারা বজায় রাখতে চায়।
টসের পর ইংল্যান্ড অধিনায়ক জানান, “আগের ম্যাচের পর আমরা ভালোভাবে বিশ্রাম নিয়েছি, দল ছন্দে আছে, তাই একই একাদশ নিয়ে মাঠে নামছি।”
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, “আমরা টস জিতলেও ব্যাটিংই নিতাম। দল আত্মবিশ্বাসে আছে, আজকের লক্ষ্য জয় ধরে রাখা।” পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশে বাংলাদেশ এনেছে দুটি পরিবর্তন।
ইংল্যান্ড একাদশ:
ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানকলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।
বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মানরুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।
একুশে সংবাদ/এ.জে