AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন তামিম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৫ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন তামিম

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল দীর্ঘদিন ধরেই আলোচনায়। একসময় ঘনিষ্ঠতা থাকলেও এখন তাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন দুই প্রান্তে। রাজনৈতিক কারণে সাকিব দেশের বাইরে থাকায় জাতীয় দলের বাইরে রয়েছেন, অন্যদিকে বিসিবি নির্বাচনে পরিচালক পদে অংশ নিতে যাচ্ছেন তামিম ইকবাল।

সম্প্রতি একটি অনলাইন পোর্টালের পডকাস্টে অংশ নিয়ে তামিমকে প্রশ্ন করা হয়— সাকিব আবার জাতীয় দলে ফিরতে পারবেন কি না। জবাবে তিনি বলেন, “সাকিব বাংলাদেশের ক্রিকেটার। যদি সে ফিট থাকে, অনুশীলন চালিয়ে যেতে পারে এবং নির্বাচকরা যোগ্য মনে করেন, তবে অবশ্যই দলে সুযোগ পাবে। তবে তাকে দেশে ফেরানো বা আইনি জটিলতা সমাধান করা আমার হাতে নেই।”

তামিম আরও বলেন, “তার বিরুদ্ধে মামলা আছে। সেগুলোর মুখোমুখি হতে পারলে এবং জাতীয় দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে যোগ দিতে পারলে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান বা পর্তুগিজ নয়, বাংলাদেশের ক্রিকেটার।”

জাতীয় দলে খেলতে হলে সাকিবকে দেশে ফিরতে হবে বলেও স্পষ্ট মন্তব্য করেন তামিম, “কোর্টে মামলা পরিচালনা করা বা মামলা প্রত্যাহার করা বিসিবির কাজ নয়। দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন শুরু করতে হবে। এটা সম্পূর্ণ সাকিবের নিজের সিদ্ধান্ত।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!