বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, টেস্ট ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত।
আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ২০২৫–২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে শান্তই দায়িত্ব পালন করবেন।
এর আগে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর শান্ত হঠাৎই সংবাদ সম্মেলনে এই ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল।
তার পর থেকে লাল বলের কোনো ম্যাচে মাঠে নামেনি বাংলাদেশ, নতুন অধিনায়ক নিয়োগ নিয়েও বিসিবি আনুষ্ঠানিক কিছু জানায়নি। অবশেষে সংস্থাটি আজ জানাল, শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক হিসেবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

