চট্টগ্রামের সাগরিকায় অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ। এর মধ্য দিয়ে চার বছর পর নিজেদের মাঠে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল টাইগাররা। সর্বশেষ এমন পরাজয় এসেছিল ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে।
সিরিজের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে নির্ধারিত ২০ ওভার খেলেই ১৫১ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন তানজিদ হাসান তামিম। ওপেনার সাইফ হাসান যোগ করেন ২৩ রান। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
বল হাতে উইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড নেন ৩ উইকেট, খ্যারি পিয়েরে ও জেসন হোল্ডার নেন ২টি করে, আর আকিল হোসেন ও রোস্টন চেজের ঝুলিতে যায় একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৫ বল খেলেই ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। যদিও শুরুটা ভালো ছিল না—৫২ রানের মধ্যে ৩ উইকেট হারায় দলটি। কিন্তু রোস্টন চেজ ও আকিম অগাস্তের চতুর্থ উইকেট জুটিতে ৯১ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্যারিবীয়রা।
রোস্টন চেজ ২৯ বলে ৫০ এবং আকিম অগাস্তে ২৫ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন, তবে তাদের দায়িত্বশীল ব্যাটিং দলকে জয় নিশ্চিত করে দেয়। পরে রোভম্যান পাওয়েল ও মোতি বাকি কাজ সারেন সহজেই।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩টি উইকেট নেন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ নেন একটি করে উইকেট।
এই হারে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশ, আর সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
একুশে সংবাদ/এ.জে
 
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
