আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেইন উইলিয়ামসন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
উইলিয়ামসন বলেন, “দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটে দেশের হয়ে খেলতে পারা আমার জন্য বড় সৌভাগ্য। এটি ছিল অসাধারণ এক যাত্রা। এখন সময় এসেছে দলকে এগিয়ে নেওয়ার জন্য নতুন অধ্যায় শুরু করার।”
যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না তাকে, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামসন।
৯৩ ম্যাচে ২৫৭৫ রান করেছেন এই ডানহাতি ব্যাটার; গড় ৩৩, ফিফটি ১৮টি এবং সর্বোচ্চ ইনিংস ৯৫ রান। ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দিয়েছেন ৭৫ ম্যাচে, যার মধ্যে তার অধীনে নিউজিল্যান্ড দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল (২০১৬, ২০২২) এবং একটি ফাইনালে (২০২১) পৌঁছেছিল।
এখনও টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে বর্তমানে সেই ফরম্যাটের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন উইলিয়ামসন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

