ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় মঙ্গলবার সকালে শান্তা ইসলাম (৩২) নামে এক বিউটিশিয়ানের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
নিহত শান্তা ইসলাম ফরিদপুরের ইয়াং লাইফ অ্যাস্থেটিক অ্যান্ড লেজার সেন্টার নামের একটি বিউটি পার্লারের মালিক ছিলেন। তিনি ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত কাওসার মোল্যার কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, ২০২০ সালে তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। আইনি প্রক্রিয়া প্রবর্তন করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে