গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের চার নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পুরাতন মুকসুদপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন:গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সহসভাপতি মোঃ হাবিবুর শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রনি শেখ, ১ নং ওয়ার্ডের সদস্য মুরাদ শেখ এবং রাসু শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সম্পাদক রনি শেখ। তিনি জানান, “আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে সময়ের বাস্তবতা ও মূল্যবোধের কারণে আজ থেকে আমরা প্রাথমিক সদস্যসহ সকল পদ ও পদবী থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকব না। আমরা দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিবেদিত রাখতে চাই।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

