AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ফিডিং কর্মসূচি উদ্বোধন


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৪:৪৭ পিএম, ১৭ নভেম্বর, ২০২৫

নকলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ফিডিং কর্মসূচি উদ্বোধন

শেরপুরের নকলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর শাহিনুর সিদ্দিকা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল নাহিদ ও রোজিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম।

সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান জানান, নকলা উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭,২৬৬ শিক্ষার্থী ফিডিং কর্মসূচির আওতায় আসবে। ইতোমধ্যে ১৫,৫৩৯ শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রতিজন শিক্ষার্থী প্রতিদিন ২০০ মি.লি. তরল দুধ পাবেন। ভবিষ্যতে আইটেম পরিবর্তন বা সংযোজনের সম্ভাবনা রয়েছে।

শহিদুজ্জামান আশা প্রকাশ করেন, ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণ হবে এবং ঝরে পড়া শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হবে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!