নওগাঁর পত্নীতলা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পাটিচরা ইউনিয়নের মোবারকপুর-আমিনাবাদ গ্রামে সড়কের পাশে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মৃতদেহটি প্রথমে স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে লাশটি হেফাজতে নেয়। মরদেহটি পুরুষ, আনুমানিক বয়স ৪০–৫০ বছর। তার পরনে লুঙ্গি ও ফতুয়া বা গেঞ্জি ছিল। মৃতব্যক্তির মুখে ছোট আকারের দাঁড়ি রয়েছে। পানিতে ভাসমান থাকায় লাশের পচন ধরে গেছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,“ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দু-তিন দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ সড়কের পাশে ডোবার পানিতে ফেলে দিয়েছে।”
ওসি আরও জানান,“অজ্ঞাত ব্যক্তির মৃত্যু রহস্য উদঘাটনের জন্য সিআইডি টিম তদন্ত কার্যক্রম শুরু করেছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

