পটুয়াখালীর বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল পাবলিক মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইমরান হোসেন, মামুন খান, রিফাদ তালুকদার ও মো. রিয়াজ প্রমুখ। বক্তারা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পাবলিক মাঠে মেলা বন্ধের জোর দাবি জানান।
তারা বলেন, সামনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, পাশাপাশি অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় মাঠে মেলা বসানো হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটবে। এছাড়া মেলায় সৃষ্ট শব্দদূষণ ও মলমূত্র ত্যাগের কারণে পরিবেশ দূষণ হবে।
বক্তারা আরও জানান, মেলার আশপাশে একটি সরকারি হাসপাতাল, চারটি মসজিদ, একটি মাদ্রাসা, দুটি কিন্ডারগার্টেন এবং একাধিক ক্লিনিক রয়েছে—যা জনস্বার্থে মেলা আয়োজনের অনুপযুক্ত স্থান করে তুলেছে।
তারা দ্রুত মেলা বন্ধের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, “অভিলম্বে মেলা বন্ধ না করা হলে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
একুশে সংবাদ/এ.জে