শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে সমতা থাকায় এটি সিরিজ নির্ধারণী ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামলেও শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে টাইগার বোলারদের।
নতুন বলে শুরুটা করেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম থেকেই চাপ সৃষ্টি হয় লঙ্কান ব্যাটারদের ওপর। সেই চাপ কাজে লাগান সাকিব। ইনিংসের চতুর্থ ওভারে মাদুশকাকে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। মাত্র ১ রান করা মাদুশকার বিদায়ে ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি।
তবে দ্রুত উইকেট হারালেও পাল্টা আক্রমণে নামেন তিনে নামা কুশল মেন্ডিস। আরেক প্রান্তে পাথুম নিশাঙ্কাও ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন। প্রথম পাওয়ার প্লে শেষ হয় ১ উইকেট হারিয়ে ৫১ রানে।
তবে বড় হতে থাকা দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন তানভীর ইসলাম। আগের দুই ম্যাচে দারুণ বোলিং করা এই বাঁহাতি স্পিনার এ ম্যাচেও কার্যকর ভূমিকা রাখেন। ১৫তম ওভারে নিশাঙ্কাকে ক্যাচ তুলতে বাধ্য করেন তিনি, পারভেজ ইমনের হাতে ধরা পড়ার আগে ৪৭ বলে ৩৫ রান করেন এই ওপেনার।
এই প্রতিবেদন লেখার সময় ১৯ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯০ রান। মাঠের লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ।
একুশে সংবাদ/এ.জে