আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
সোমবার (১৯ মে) ম্যাচের আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত।
প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছেন অধিনায়ক লিটন কুমার দাস।
একাদশে যেসব পরিবর্তন
আগের ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন এবার একাদশে নেই। তার জায়গায় দলে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত।
স্পিনার শেখ মাহেদী বাদ পড়ে দলে এসেছেন রিশাদ হোসেন।
আইপিএল খেলতে ভারতে চলে যাওয়া মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম।
হাসান মাহমুদের পরিবর্তে দলে ঢুকেছেন তরুণ পেসার নাহিদ রানা।
প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় পেলে সফরকারী টাইগাররা দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে পারবে।
একুশে সংবাদ/এ.জে