AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবি এনসিপির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪০ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটভুক্ত আন্দোলনে নয়, বরং নিজস্ব লক্ষ্য ও কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক (পিআর) ভোট পদ্ধতি চালু করা উচিত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর দুর্বলতার সুযোগে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। এমনকি সরকার ব্যবস্থার ভেতর থেকেও তাদের সহযোগিতা করা হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবে বিচার কাজ শুরু করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

দলটির নিবন্ধন নিয়ে কোনো সন্দেহ নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রতীক নিয়ে আলাদা কিছু না বললেও আশা করি “শাপলা” প্রতীক হিসেবে পাবো।

তিনি জানান, সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এবং জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজন করা জরুরি। আগামী অক্টোবরের মধ্যে সমন্বয় কমিটি থেকে দেশব্যাপী আহ্বায়ক কমিটি গঠনের আশা প্রকাশ করেন তিনি।

এনসিপি আহ্বায়ক নেতাকর্মীদের উদ্দেশে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান।

একুশে সংবাদ // র.ন

Link copied!