তামিম ইকবালকে নিয়ে শঙ্কা আপাতত কেটে গেছে। হার্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হার্টে ব্লক ধরা পড়ায় দ্রুতই বসানো হয়েছে রিং। তবে স্বস্তির খবর, তামিম কথা বলছেন। আজ কিছুটা সময় হাঁটাচলাও করছেন।
সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অবস্থা এতটাই খারাপ ছিল যে হেলিকপ্টার এনেও তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি। পাশেই সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারকা এই ব্যাটার। জানা গেছে, আজই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হবে তাকে।
কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ বলেছেন, ‘তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।’
তবে এখনও তিনি ৪৮ ঘণ্টার পর্যবেক্ষনে আছেন। আজ দুপুরে তামিমের কিছু পরীক্ষা করানো হবে। সব ঠিক থাকলে আনা হবে ঢাকায়। এরআগে, তামিমের সুস্থতা কামনা করে ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ শুরুর আগেই পড়ানো হয়েছে বিশেষ দোয়া।
চিকিৎসক জানিয়েছেন, এখনো আশঙ্কামুক্ত হননি তামিম। তবে অবস্থার বেশ উন্নতি হয়েছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

