AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১২ মাস পর্যন্ত মাতৃত্বকালীন ভাতা টেনিস খেলোয়াড়দের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৭ পিএম, ৮ মার্চ, ২০২৫
১২ মাস পর্যন্ত মাতৃত্বকালীন ভাতা টেনিস খেলোয়াড়দের

এ বার থেকে মাতৃত্বকালীন ভাতা পাবেন টেনিস খেলোয়াড়েরা। মহিলা পেশাদার খেলোয়াড়দের সংগঠন ডব্লিউটিএ ১২ মাস পর্যন্ত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের একটি বিনিয়োগ সংস্থার সহায়তায় নতুন এই পদক্ষেপ করলেন ডব্লিউটিএ কর্তৃপক্ষ।  

সন্তানের জন্ম দেওয়ার জন্য মহিলা টেনিস খেলোয়াড়দের বেশ কয়েক মাস কোর্টের বাইরে থাকতে হয়। অনেক ক্ষেত্রে প্রজনন সংক্রান্ত সমস্যার চিকিৎসার জন্যও খেলোয়াড়েরা খেলতে পারেন না। ফলে বেশ কয়েক মাস মহিলা টেনিস খেলোয়াড়দের আয় প্রায় থাকে না। অথচ টেনিসই তাঁদের পেশা বা আয়ের উৎস। এই সমস্যা সমাধানের জন্যই নতুন পদক্ষেপ ডব্লিউটিএ কর্তৃপক্ষের। তাঁরা পাশে পেয়েছেন সৌদি আরবের সংস্থা সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডকে। এই সংস্থাই মহিলা টেনিস খেলোয়াড়দের মাতৃত্বকালীন ভাতার খরচ বহন করবে। ডব্লিউটিএ কর্তৃপক্ষের দাবি, পেশাদার মহিলা খেলোয়াড়দের এই ধরনের সুবিধা তাঁরাই প্রথম দিচ্ছেন।

ডব্লিউটিএর সিইও পোর্টিয়া আর্চার বলেছেন, ‘‘শারীরিক এবং মানসিক চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন। বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য। আমাদের পেশাদার খেলোয়াড়েরা যাতে নিশ্চিন্তে পরিবার পরিকল্পনা এবং মাতৃত্ব উপভোগ করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ। কী ভাবে আরও বেশি করে খেলোয়াড়দের পাশে থাকা যায়, তা নিয়ে আমরা নিরন্তর চিন্তাভাবনা করি।’’

অলিম্পিক্সে নামলেই ১ কোটি ৭৪ লাখ টাকা অবসরকালীন ভাতা! পাবেন কোন দেশের খেলোয়াড়েরা?
গত বছর সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে চুক্তি হয়েছিল ডব্লিউটিএর। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ডব্লিউটিএ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরাই এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। সেই হিসাবে এই মুহূর্তে অন্তত ৩২০ জন খেলোয়াড় এই সুবিধা পেতে পারেন। মহিলা টেনিস খেলোয়াড়েরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
 


একুশে সংবাদ/ এস কে

Link copied!