AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিখর ধাওয়ানের পাশে বসা রহস্যময়ী নারীকে নিয়ে নেটপাড়ায় হইচই


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৩ এএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

শিখর ধাওয়ানের পাশে বসা রহস্যময়ী নারীকে নিয়ে নেটপাড়ায় হইচই

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই শিখর ধাওয়ান শিরোনামে উঠে এলেন। তার একাধিক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে ধাওয়ান ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মানেই যেনো লাইমলাইটে উঠে আসবেন শিখর ধাওয়ান। আগের দু‍‍`বার ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন। ২০১৩ সাল এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার থেকে বেশি রান কেউ করেননি। এবার অবশ্য ভারতীয় দলের হয়ে মাঠে নামেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির কমেন্ট্রির জন্য দুবাইয়েই আছেন ধাওয়ান। আর সেখানেও শিরোনামে উঠে এলেন ভারতের প্রাক্তন তারকা। 

রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে তার খুনসুটির মুহূর্ত দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন নেটিজেনরা। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ধাওয়ানের আরও একাধিক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। আর তাতে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারের পাশে যে মহিলা বসে আছেন, তিনি আদতে কে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

দুবাইয়ের গ্যালারিতে বসে থাকা ধাওয়ানের ছবি পোস্ট করে এক নেটিজেন লিখেছেন, ‍‍`শিখর ধাওয়ানের সঙ্গে থাকা এই মহিলা আদতে কে?‍‍` তবে তিনি শুধু একা নন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেক নেটিজেনই। তারইমধ্যে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওই মহিলা নাকি আদতে আইরিশ। তাঁর নাম নিয়েও জোর আলোচনা চলছে। মহিলার সঙ্গে ধাওয়ানের কোনও পরিচিতি আছে কিনা, তাও স্পষ্ট নয়। বিভিন্ন মহলে বিভিন্ন রকম জল্পনা চলছে।

তারইমধ্যে খোশমেজাজে দেখা গিয়েছে ধাওয়ানকে। যিনি ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচটি ম্যাচে (পাঁচটি ইনিংস) করেছিলেন ৩৬৩ রান। একটি ম্যাচে নট-আউট ছিলেন। সর্বোচ্চ করেছিলেন ১১৪ রান। গড় ৯০.৭৫। স্ট্রাইক রেট ১০১.৩৯। দুটি শতরান করেছিলেন। অর্ধশতরান করেছিলেন একটি।

একইরকম ছন্দে ছিলেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। সেই বছর পাঁচটি ম্যাচে (পাঁচটি ইনিংস) ৩৩৮ রান করেছিলেন। সর্বোচ্চ করেছিলেন ১২৫ রান। গড় ছিল ৬৭.৬। স্ট্রাইক রেট ১০১.৮। একটি শতরান এবং দুটি অর্ধশতরান করেছিলেন। এমনকী ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরাও নির্বাচিত হয়েছিলেন ভারতের তারকা ব্যাটার।

তবে এবার ধাওয়ানের পরিবর্তে ভারতের হয়ে ওপেন করতে নামা শুভমন গিলও ভালো ফর্মে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে কঠিন পিচে ১২৯ বলে অপরাজিত ১০১ রান করেন। ন‍‍`টি চার এবং দুটি ছক্কা হাঁকান। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন।আর সেই ইনিংস নিয়ে গিল বলেন, ‍‍`আমি যত ম্যাচ খেলেছি, তার মধ্যে অন্যতম স্বস্তিদায়ক ইনিংস এটা। আইসিসি টুর্নামেন্টে আমার প্রথম শতরান। যখন আমি আর রোহিত ভাই (রোহিত শর্মা) ক্রিজে ছিলাম, তখন কাট মারার কাজটা সহজ ছিল না। কারণ অফস্টাম্পের বাইরে থাকা বলগুলো ব্যাটে আসছিল না। তাই ফাস্ট বোলারদের বিরুদ্ধে এগিয়ে এসে খেলছিলাম।‍‍`


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!