মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালির পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সভাপতিত্বে, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী প্রমুখ।
এতে বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বিভিন্ন অফিস প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় নিহত ও আহত ৬ জনকে ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অন্যদিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগেও নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ ইসলাম উদ্দিন, আর কমলগঞ্জে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর। উভয় অনুষ্ঠানে বিভিন্ন অফিস প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে