AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে সোলার সিস্টেম প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৫:১৩ পিএম, ২২ অক্টোবর, ২০২৫

গৌরীপুরে সোলার সিস্টেম প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরের সোলার সিস্টেম স্থাপন সংক্রান্ত ২৯০টি প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপি ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আঞ্চলিক কার্যালয়ের একটি দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে।

দুদকের অনুসন্ধান দল প্রকল্পের নথি, বাস্তবায়ন অগ্রগতি ও মাঠ পর্যায়ের বাস্তব চিত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করেন। প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।

বিকেলে অনুসন্ধান শেষে দুদক কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমের সঙ্গে ব্রিফিং করেন। তাঁরা জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং যাচাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুদক কর্মকর্তা বলেন, “সরকারের উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, স্থানীয়ভাবে অভিযোগ উঠেছিল যে, সোলার সিস্টেম প্রকল্পের বাস্তবায়নে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে এবং প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!