AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালের সমর্থকদের উদ্দেশে যা বললেন তামিম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৫২ এএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশালের সমর্থকদের উদ্দেশে যা বললেন তামিম

বরিশালের বেলসপার্কে বিপিএল ট্রফি নিয়ে হাজির হয়েছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়সহ দলের অন্যান্য খেলোয়াড়দের দেখতে দুপুর থেকেই সমর্থকরা ভিড় জমাতে শুরু করেন।রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ট্রফি হাতে তারা মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। 

তবে মাত্র তিন-চার মিনিট পরই মাঠ ছাড়েন তামিমরা, যা হতাশ করে সমর্থকদের। তাদের প্রত্যাশা ছিল, ক্রিকেটাররা আরও কিছুক্ষণ থাকবেন, কথা বলবেন ও সময় কাটাবেন। এই অল্প সময়ের উপস্থিতির কারণে ক্ষুব্ধ সমর্থকরা মঞ্চ ভেঙে ক্ষোভ প্রকাশ করেন। 

এই বিষয়ে ফরচুন বরিশালের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল, খেলোয়াড়রা কথা বলবে ও সময় কাটাবে। কিন্তু বিপুল জনসমাগমের কারণে নিরাপত্তা দল আমাদের সেখানে দীর্ঘ সময় থাকা নিরাপদ মনে করেনি।’ 

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হলেও বেশি সময় কাটাতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে তামিম আরও বলেন, ‘এত মানুষের ভিড় জীবনে দেখিনি। আমরা আপ্লুত ও দুঃখিত। তবে এটি শেষ নয়, ভবিষ্যতে আবার দেখা হবে।’

একুশে সংবাদ/ এস কে

 

 


 

 

 

Link copied!