দিনাজপুরের পার্বতীপুরে একটি মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকাস্থ "বন্ধুত্বের বাংলাদেশ" ও "বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ"। সংগঠন দুটির যৌথ উদ্যোগে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলেরহাটের শংকরপুর পুরাতন মসজিদে ৮০ বস্তা সিমেন্ট প্রদান করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে মসজিদ কমিটির সভাপতি ও মসজিদের ইমামের কাছে সিমেন্ট হস্তান্তর করা হয়।
জানা গেছে, মসজিদের উন্নয়নে সিমেন্ট প্রদানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্য সমর আলী, বায়েজিদ ইসলাম এবং পুলিশ সদস্য মুক্তা। সংগঠন দুটির পক্ষ থেকে সিমেন্ট হস্তান্তর করেন পার্বতীপুরের তরুণ সমাজসেবক মো. এরফান খান ও ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

