রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে মু. রেজা হাসানের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
২০২৫ সালের ৬ অক্টোবর তাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়ে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি আদেশের এক মাস পরও তিনি জেলা পরিষদের কর্মস্থল ত্যাগ করেননি।
একাধিক সূত্রে জানা গেছে, ২০২১ সালের মে মাসে সচিব হিসেবে রাজশাহী জেলা পরিষদে যোগদান করেন রেজা হাসান। পরবর্তীতে তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মীর ইকবালের সঙ্গে সম্পর্কের মাধ্যমে সচিব থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন পান।
এই পদায়নের কারণে রাজশাহী জেলার বাসিন্দাদের মধ্যে রেজা হাসানকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে তার নিযুক্তি জেলা রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

