AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলে টুর্নামেন্ট সেরা মিরাজ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:১৩ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
বিপিএলে টুর্নামেন্ট সেরা মিরাজ

বিপিএলের চলতি আসরে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে নিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় সেমিফাইনালে চিটাগংয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মিরাজের খুলনা। দল ফাইনালে না উঠলেও এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে মিরাজের হাতে।   

এবারের বিপিএলে ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৫৫ রান করেন খুলনার অধিনায়ক। এ ছাড়াও বল হাতে তুলে নেন ১৩ উইকেট।  

এদিকে বিপিএলের ১১তম আসরে দুই ফাইনালিস্ট দলের কোনো খেলোয়াড় ব্যাটে-বলে পারফর্ম করে সেরা হতে পারেননি। এবারের আসরে ব্যাট হাতে সেরা হয়েছেন মোহাম্মদ নাইম শেখ ও বোলিংয়ে তাসকিন আহমেদ।

দ্বিতীয় সেমিফাইনালে চিটাগংয়ের কাছে হেরে বাদ পড়ে খুলনা টাইগার্স। রান তালিকায় সবার শীর্ষে রয়েছেন নাঈম। এই আসরে সবগুলো ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন তিনি। ৪২ গড়, ১টি সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ১৪ ম্যাচে ৫১১ রান করে সবার ওপরে রয়েছেন তিনি।  

১২ ম্যাচে ৪৮৫ রান করে দ্বিতীয় স্থানের রয়েছে গ্রুপ পর্বে বাদ পড়া ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ তামিম।তৃতীয় স্থানে রয়েছেন ১৪ ম্যাচে ৪৩১ রান করা গ্রাহাম ক্লার্ক। আর চারে রয়েছেন ১৪ ম্যাচে ৪১৩ রান করে তামিম ইকবাল। পাঁচে রয়েছে রাজশাহী এনামুল হক বিজয়। ১২ ম্যাচে ৩৯২ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরিও রয়েছে তার।

এদিকে সর্ব্বোচ উইকেট শিকারি যে তাসকিন তা আগে থেকে নিশ্চিত ছিল। তাই উইকেট সেরার পুরষ্কারও উঠে তাসকিনের হাতে। দল বাদ পড়লেও ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করে সবার শীর্ষে রয়েছেন এই  ডানহাতি টাইগার পেসার।

১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আকিভ জাভেদ। সমান ম্যাচ খেলে তিনে রয়েছেন ফাহিম আশরাফ। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে চারে রয়েছেন খালেদ আহমেদ। পাঁচে থাকা খুশদিল শাহর উইকেট ১৭টি।

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!