আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে গর্বিত জসপ্রীত বুমরাহ। বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়কে জীবনের সেরা মুহূর্ত বললেন জসপ্রীত বুমরাহ। ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর কৃতজ্ঞতা জানিয়েছেন।
তবে এই পুরস্কার জেতার পরে জসপ্রীত বুমরাহ জোর দিয়ে বলেছেন যে, দলের সাফল্যই সবসময় তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। ৩১ বছর বয়সি পেসার মঙ্গলবার ‘স্যার গ্যারি সোবার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন। যেখানে ২০২৪ সালে বুমরাহর অসাধারণ পারফরম্যান্সকে ‘দক্ষতা, নিখুঁততা এবং অবিচল ধারাবাহিকতার এক অনন্য প্রদর্শনী’ বলে প্রশংসা করা হয়।
এর আগে সোমবার তিনি আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরস্কার পান এবং গত সপ্তাহে প্রকাশিত বর্ষসেরা টেস্ট একাদশেও জায়গা করে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ‘স্যার গ্যারি সোবার্স অ্যাওয়ার্ড’ পাওয়ার পরে বুমরাহ বলেন, ‘ছোটবেলা থেকে এই পুরস্কার জিততে দেখেছি আমার নায়কদের। আমি সত্যিই খুব ভালো অনুভব করছি। ছোটবেলায় আমার নায়কদের এই সম্মান জিততে দেখেছি, তাই এই পুরস্কার হাতে পেয়ে খুব আনন্দ হচ্ছে।’ তবে ভারতীয় এই তারকা পেসার দলীয় সাফল্যকেই প্রাধান্য দিয়েছেন। বুমরাহ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল আমার জন্য সবচেয়ে বিশেষ মুহূর্ত, এবং এই স্মৃতিগুলো সারাজীবন আমার সঙ্গে থাকবে।’
বিশ্বকাপ জয়ের পিছনে জসপ্রীত বুমরাহের অসাধারণ অবদান ছিল। ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। এই সময়ে গড়: ৮.২৬ ও ইকোনমি: ৪.১৭ -তে বল করেছিলেন জসপ্রীত বুমরাহ। জসপ্রীত বলেন, ‘আমি সবসময় দলীয় অর্জনকেই বেশি গুরুত্ব দিই। তাই আমার কাছে সবার আগে থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।’ আইসিসি বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জয়ী পঞ্চম ভারতীয় হলেন বুমরাহ।
এর আগে মাত্র চার ভারতীয় ক্রিকেটার এই সম্মান অর্জন করেছেন:
১) রাহুল দ্রাবিড় (২০০৪)
২) সচিন তেন্ডুলকর (২০১০)
৩) রবিচন্দ্রন অশ্বিন (২০১৬)
৪) বিরাট কোহলি (২০১৭, ২০১৮)
৫) জসপ্রীত বুমরাহ (২০২৪)
টেস্টে দুর্দান্ত বছর কাটিয়েছেন জসপ্রীত বুমরাহ
২০২৪ সালে ১৩ ম্যাচে ৭১ উইকেট, গড় ১৪.৯২
এক বছরে ফাস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি
সর্বোচ্চ: কপিল দেব (১০০ উইকেট, ১৯৮৩ সালে)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩২ উইকেট নিয়েছেন বুমরাহ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠতে না পারলেও বুমরাহর ৭৭ উইকেট ভারতের পয়েন্ট তালিকায় বড় অবদান রেখেছে।
আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরস্কার পাওয়ার পরে বুমরাহ বলেন, ‘আমি এই বছর অনেক টেস্ট খেলতে পেরেছি, যা আমাকে আনন্দ দিয়েছে। অনেক উইকেট গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ওলি পোপের উইকেটটি সবচেয়ে বিশেষ। কারণ সেটাই ম্যাচের গতি পরিবর্তন করেছিল। আমার পা সবসময় মাটিতেই থাকে, কিন্তু এই স্বীকৃতি পেয়ে সত্যিই আনন্দিত!’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :