AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জোকোভিচের চোট নিয়ে সন্দেহ!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১৭ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫

জোকোভিচের চোট নিয়ে সন্দেহ!

বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা তিনি। নোভাক জোকোভিচকে তিন বছর কোচিংও করিয়েছেন। সেই জোকোভিচের চোট নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বরিস বেকার। তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল। বিতর্কের মাঝে সাফাই গাইলেন বেকার। তাঁর যুক্তি, জোকোভিচের খেলোয়াড়ি মানসিকতা নিয়ে কোনও দিন সন্দেহ করেননি তিনি। 

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজের বিরুদ্ধে প্রথম সেট চলাকালীন মেডিক্যাল বিরতি নিয়েছিলেন জোকোভিচ। তাঁর হাঁটতে সমস্যা হচ্ছিল। বিরতি থেকে ফিরে সেই সেট হারলেও পরের তিন সেট জিতে ম্যাচ জেতেন জোকোভিচ। সেমিফাইনালের আগে আলেকজান্ডার জেরেভকে সতর্ক করেন বেকার।

তিনি জানান, জোকোভিচকে শুরুতে দেখে মনে হতে পারে তিনি চোটে রয়েছেন। সেটা ভেবে যেন জেরেভ খেলাকে হালকা ভাবে না নেন। আলকারাজ় সেটা করেই ম্যাচ হেরেছেন।  

সেমিফাইনালে চোটের কারণেই প্রথম সেট হারার পর ম্যাচ ছাড়তে বাধ্য হন জোকোভিচ। সেই ঘটনার পর বেকারের মন্তব্যের সমালোচনা শুরু হয়। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এক জন খেলোয়াড় যে কখনওই চোটের অভিনয় করবেন না, সেই কথা বলেন অনেকে। বিতর্কের মাঝে বেকার জানান, তাঁর কথার অনুবাদ করতে গিয়ে কেউ ভুল করেছেন। তিনি জোকোভিচের খেলোয়াড়ি মানসিকতা নিয়ে কোনও প্রশ্ন তোলেননি।

বেকার বলেন, “আমি কখনওই প্রশ্ন তুলিনি যে জোকোভিচের চোট কতটা গুরুতর। হতে পারে জার্মান ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় কেউ ভুল করেছে। ২০১৩ সাল থেকে ও আমার পরিবারের মতো। এখন আর কেউ আসল খবর পড়ে না। কেবল লোভনীয় শিরোনাম দেখেই মন্তব্য করে দেয়।” বরিসের মন্তব্যের সমালোচনা হলেও জোকোভিচ অবশ্য কোনও জবাব দেননি।

২৫তম গ্র্যান্ড স্ল্যামের জন্য আরও অপেক্ষা করতে হবে জোকোভিচকে। ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি। আর কি দেখা যাবে না ৩৭ বছর বয়সি তারকাকে? ভক্তদের উদ্বেগ দূর করেছেন জোকোভিচ। জানিয়েছেন, অন্তত আরও এক বার এই গ্র্যান্ড স্ল্যামে নামবেন তিনি।

 

 


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!