AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রিকেট অপারেশন্স ও নারী উইংয়ের চেয়ারম্যান ফাহিম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:০৪ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৫

ক্রিকেট অপারেশন্স ও নারী উইংয়ের চেয়ারম্যান ফাহিম

আজকের (শনিবার) বোর্ড সভায় দুটি বিভাগের নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। যেখানে দুই বোর্ড পরিচালক নতুন দুটি কমিটির দায়িত্ব পেয়েছেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব তুলে দেয়া হয়েছে বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের হাতে।  

সেই সাথে তাকে নারী ক্রিকেট দলের চেয়ারম্যানও করা হয়েছে। বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

সভায় বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেয়া হয়েছে নাজমুল আবেদীন ফাহিমের কাঁধে। নারী উইংসের চেয়ারম্যানও করা হয় নাজমুল আবেদীনকে।

এর মধ্যে ফাহিম সিনহা ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিক্সের দায়িত্ব। আর সভাপতি ফারুক আহমেদ নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। আকরাম খানকে করা হয়েছে টুর্নামেন্ট ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। সিসিডএম-এ থাকছেন সালাউদ্দিন। মাহবুব আনাম হয়েছেন এইচপির চেয়ারম্যান। সিকিউরিটি ও ওয়ার্কিং কমিটির দায়িত্ব কাউকে দেয়া হয়নি।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!