অস্ট্রেলিয়ায় জনপ্রিয় তাদের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগ (বিবিএল)। সেই প্রতিযোগিতায় এ বার নতুন নিয়ম দেখা যেতে পারে। একই বলে আউট করা যাবে দুই ব্যাটারকে। এ ছাড়া, শুধুমাত্র ব্যাটিং করার জন্য নামানো যাবে এক ক্রিকেটারকে।
প্রতিটি দেশের টি-টোয়েন্টি লিগই নিত্য নতুন উদ্ভাবনের চেষ্টা করা যাচ্ছে। বিবিএলও পিছিয়ে নেই। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের দাবি, দু’টি নিয়ম কার্যকর করার লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। পরের মৌসুম থেকেই এগুলি চালু হতে পারে।
প্রথম নিয়মের নাম ‘ডাবল প্লে রুল’। যদি দুই ব্যাটার একই সময়ে ক্রিজের বাইরে থাকেন, তা হলে একটি বলের সাহায্যে দু’প্রান্তের উইকেট ভেঙে দিলে দুই ব্যাটারই আউট হয়ে যাবেন। সাধারণত রান-আউটের ক্ষেত্রে এই নিয়মের প্রয়োগ বেশি করে দেখা যেতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে একজনকে রান আউট করার পর একই বলে আর এক ব্যাটারকে রান আউট করা যায় না।
দ্বিতীয়টি নিয়মটি হল ‘ডেজিগনেটেড হিটার’। এই নিয়মে, বিপক্ষ দলকে যে কোনও এক জন ক্রিকেটারকে বেছে নিতে বলা হবে। তিনি শুধু ব্যাট করবেন। ফিল্ডিং না করলেও চলবে। তাঁর বদলে কোনও ফিল্ডার নামানো যাবে।
আপাতত দু’টি নিয়ম নিয়েই সব দলের ক্রিকেটার এবং সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে দলমালিকদের নিয়ে এখনও বৈঠক হয়নি। দ্রুত ম্যাচ শেষ করা এবং দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যেই দু’টি নিয়ম চালু করা হতে পারে দাবি সংগঠকদের।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

