AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুন করতে পিস্তল নিয়ে কপিলের বাড়ি গিয়েছিলেন যোগরাজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:০০ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
খুন করতে পিস্তল নিয়ে কপিলের বাড়ি গিয়েছিলেন যোগরাজ

অতীতে নানা বিস্ফোরক দাবি করেছেন যোগরাজ সিংহ। কিন্তু রবিবার তিনি যা বলেছেন, তা সম্ভবত সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।

যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ জানিয়েছেন, এতটাই রেগে গিয়েছিলেন তিনি যে, কপিল দেবকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করেছিলেন! ভারতীয় দল থেকে তাকে বাদ যাওয়ার পরে পিস্তল নিয়ে কপিলের বাড়ি চলে গিয়েছিলেন যোগরাজ। রবিবার একটি ইউটিউব চ্যানেলে এই বিস্ফোরক মন্তব্য করেছেন যুবরাজের বাবা।

যোগরাজ বলেছেন, ‘‘ভারতীয় দল, উত্তরাঞ্চল ও হরিয়ানার অধিনায়ক হওয়ার পরে কপিল আমাকে তিনটি দল থেকেই বাদ দেয়। কোনও কারণও জানায়নি কেন বাদ দিয়েছিল। আমার স্ত্রী বলেছিল, কপিলের বাড়ি গিয়ে ওকে প্রশ্ন করতে কেন দল থেকে বাদ দেওয়া হল। আমি স্ত্রীকে কথা দিয়েছিলাম, কপিলকে শিক্ষা দেবই।’’

এর পরে আরও চাঞ্চল্যকর কথা বলেছেন যোগরাজ। প্রাক্তন পেসারের মন্তব্য, ‘‘আমার কাছে একটা পিস্তল ছিল। সেটা নিয়েই কপিলের বাড়ি যাই। ও নিজের মাকে নিয়ে বাড়ির বাইরে এসেছিল। খুব রেগে গিয়েছিলাম ওর উপরে। অনেক কথা শুনিয়েছিলাম। বলে এসেছিলাম, আজ তোর মা না থাকলে পিস্তলের গুলিতে তোর মাথা ফুটো করে দিতাম।’’ উত্তেজিত যোগরাজ আরও বলেছেন, ‘‘কপিলকে বলে এসেছিলাম, শুধুমাত্র তোর মায়ের জন্য তোকে মারলাম না। সেই দিনই সিদ্ধান্ত নিই, আমি আর ক্রিকেট খেলব না। এরপর থেকে যা করার, যুবরাজ করবে।’’ 

একুশে সংবাদ/ এস কে

Link copied!