AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাচ হেরে যা বললেন নাসুম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:০৬ পিএম, ১১ জানুয়ারি, ২০২৫
ম্যাচ হেরে যা বললেন নাসুম

চলমান বিপিএলে দারুণ শুরু করে খুলনা টাইগার্স। ঢাকা পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ের দেখা পায় খুলনা। কিন্তু বিপিএলের সিলেট পর্বে এসেই ছন্দ পতন ঘটে মিরাজ-আফিফদের। এই পর্বে হার দিয়ে শুরু করে মিরাজ বাহিনী।

গতকাল (১০ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে শুরুতে বোলিং করে রাজশাহীকে ১৭৮ রানে আটকে দেয় খুলনা। জবাব দিতে  মাঠে নেমে ১৫০ রানের বেশি করতে পারেননি মিরাজ-নাসুমরা।  বোলিং নিয়ে ভুগতে থাকা রাজশাহীর বিপক্ষে খুলনার ব্যাটাররা এদিন নিজেদের তেমন একটা মেলে ধরতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আফিফ হোসেন, তাও ৩০ বল খেলে। ২৮ বল খেলে নাইম শেখ করেন ২৪ রান। দলের বাকিরা কেউই ২০ রান ছুঁতে পারেননি। 

বোলিংয়েও নিজেদের ধারা বজায় রাখতে পারেনি খুলনা। নাসুম আহমেদ ছাড়া বাকি সবাই বেশ খরুচে ছিলেন। তবে দলের এমন পারফরম্যান্সে হতাশ হচ্ছেন না নাসুম। পাওয়ারপ্লেতে কম রান আসা এবং মিডল ওভারে উইকেট হারানোকে হারের কারণ মনে করছেন অভিজ্ঞ এই স্পিনার। 

ম্যাচ শেষে সাংবাদিকদের নাসুম জানান, ‘আসলে মোমেন্টাম হারিয়ে যায়নি। গতবার কিন্তু সিলেটে এসেও আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম। এমন হইতেই পারে, একদিন এমন হইতেই পারে। আমরা আহামরি কোনো খারাপ খেলিও নাই। ১৮০ রান তাড়া করার মত ছিল। আমরা মাঝে কিছু উইকেট হারানোতে শেষে সংগ্রাম করতে হয়েছে।’  

তিনি আরও বলেন, ‘পাওয়ারপ্লের ৫ থেকে ১০-১২ ওভার পর্যন্ত আমরা একটু কম রান করেছি। সেখানে আমরা একটু পিছায়ে গিয়েছি। সেখানে রান কম হওয়াতে শেষে পারা যায়নি।‍‍`

একুশে সংবাদ/ এস কে

Link copied!