আয়ারল্যান্ড সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। দুর্দান্ত পারফরম্যান্স করে আইরিশদের হোয়াইটওয়াশ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। তিন ম্যাচে ২১১ রান করে সিরিজসেরাও হয়েছেন শারমিন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে আছেন এই বাংলাদেশি ব্যাটার।
সদ্য শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডেতে সিরিজের প্রথমটিতে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও শারমিন খেলেন ৮৯ বলে ১৪ চারে ৯৬ রানের অনবদ্য ইনিংস। দ্বিতীয়টিতে করেন ৪৩ রান। শেষ ওয়ানডেতে আবারো ফিফটি হাঁকিয়ে ৮৮ বলে ১১ চারের ৭২ রান করেন।
ডানহাতি এই ব্যাটার তিন ম্যাচে ৭০.৩৩ গড়ে ২১১ রান সংগ্রহ করেন। তাতেই গত নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে তিন ক্রিকেটারের একজন হিসেবে তার নাম তালিকায় রেখেছে আইসিসি। শারমিনের সঙ্গে মাসসেরা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আছেন দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :