AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসিকে ২০২৬ পর্যন্ত রেখে দিতে চায় ইন্টার মায়ামি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১৪ পিএম, ২৯ নভেম্বর, ২০২৪
মেসিকে ২০২৬ পর্যন্ত রেখে দিতে চায় ইন্টার মায়ামি

ইন্টার মায়ামি ক্লাবে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলকেই বদলে দিয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালের জুনে আড়াই বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেয়া মেসি শুধু ক্লাবের নয়, যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা, অর্থনীতি এবং মর্যাদায় যোগ করেছেন নতুন মাত্রা।মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালে শেষ হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এবং আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি আরো এক বছর বাড়ানোর জন্য ইন্টার মায়ামি আলোচনা চালিয়ে যাচ্ছে।  

ক্লাবটির অন্যতম মালিক হোর্সে মাসও মেসিকে ২০২৬ সাল পর্যন্ত ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। যেকোনো সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। 

মেসির চুক্তি নবায়নের সম্ভাবনার আরেকটি বড় ইঙ্গিত হলো, মায়ামির নতুন কোচ হিসেবে হাভিয়ের মাসচেরানোর নিয়োগ। সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার এবং মেসির জাতীয় দলের সতীর্থ মাসচেরানোর নিয়োগে মেসির ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও দলের খেলোয়াড়রা মেসিকে সেই বিশ্বকাপে দেখতে চান। মেসি নিজেও বিভিন্ন সময় বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা ইঙ্গিত দিয়েছেন।

যদি মেসি সেই বিশ্বকাপ খেলেন, তবে যুক্তরাষ্ট্রে তার অবস্থান আর্জেন্টিনা দলের জন্য বিশেষ সুবিধা এনে দিতে পারে। ইন্টার মায়ামি মেসির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আত্মবিশ্বাসী।

মাসচেরানোর কোচ হিসেবে যোগদান এবং ২০২৬ বিশ্বকাপের আয়োজন যুক্তরাষ্ট্রে হওয়ায় মেসির সেখানে থাকার সম্ভাবনা আরো বেড়েছে। চুক্তি পাকা না হলেও মেসির মায়ামিতে থাকা নিয়ে নতুন কোনো ঘোষণা আসার অপেক্ষা এখন সময়ের ব্যাপার।

একুশে সংবাদ/ এস কে

Link copied!