AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৩ পিএম, ২৩ নভেম্বর, ২০২৫

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি। পরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। তিনি জানান, একাধিক স্বাস্থ্য পরীক্ষা করানোর প্রয়োজন হওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের পরামর্শেই তিনি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বলে জানিয়েছে তার প্রেস উইং।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি দেশে ফেরেন ৬ মে। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!