AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমবারের মতো বিপিএলের মাসকট উন্মোচিত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৫৮ এএম, ১৪ নভেম্বর, ২০২৪
প্রথমবারের মতো বিপিএলের মাসকট উন্মোচিত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকট উন্মোচিত হয়েছে। যার নাম রাখা হয়েছে ‘ডানা ৩৬’। সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে এই মাসকটকে ডিজাইন করা হয়েছে।

‘ডানা ৩৬’র মূল আকর্ষণ একটি শান্তির প্রতীক পায়রা, যার ডানা বিস্তৃত এবং একটি উজ্জ্বল হাসি। এই মাসকটটি মূলত বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে।পায়রাটির হাতে রয়েছে গ্রাফিতি শিল্পে সজ্জিত একটি ক্রিকেট ব্যাট। এই ব্যাট এবং পায়রার রঙিন পালক বাংলাদেশের স্বাধীনতা, ইতিবাচক শক্তি এবং সাংস্কৃতিক গৌরবের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

বিপিএল কর্তৃপক্ষের মতে, মাসকটটি শুধু শান্তি নয়, স্থিতিস্থাপকতারও প্রতীক। যা বাংলাদেশের শক্তি এবং ঐক্যের প্রতিনিধিত্ব করে। আসন্ন বিপিএল শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর এবং চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে প্রতিযোগিতায় অংশ নেবে সাতটি দল। 

এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিপিএল শুরুর ৪৮দিন আগে সূচি ঘোষণা করে বিসিবি। সভাপতি ফারুক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় টুর্নামেন্টে নতুনত্বের বার্তা দিয়ে উপভোগের ডাক দিয়েছেন।

৩০ নভেম্বর উদ্বোধনী ম্যাচে খেলবে চ্যাম্পিয়ন বরিশাল ও রাজশাহী। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৭ দলের ৪৬ ম্যাচের টুর্নামেন্ট। ঢাকার প্রথম পর্বে ৮ ম্যাচ। তারপর সিলেটে যাবে ক্রিকেট অ্যাকশন। ৬ থেকে ১৩ জানুয়ারি চায়ের শহরে হবে ১২ ম্যাচ।চট্টগ্রামেও সমান ম্যাচ ১৬ থেকে ২৩ জানুয়ারি। এরপর ঢাকায় খেলা ফিরবে ২৬ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি হোম ক্রিকেটে ফাইনাল। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টা আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে আধঘণ্টা পর।

অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে আগেভাগে। বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত হবে এ মাসের মধ্যেই। এছাড়া প্রধান উপদেষ্টার পরামর্শে অলিম্পিকের আদলে স্টেডিয়ামে থাকবে জিরো ওয়েস্ট ও বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!