AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রাম-৪ আসনে পুনর্বিবেচনায় মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৫:৫৯ পিএম, ১৭ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রাম-৪ আসনে পুনর্বিবেচনায় মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম-৪ আসনে পুনর্বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপিকে এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগণ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ঘাট সড়কে (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ মিছিলে ২৮ কুড়িগ্রাম-৪ আসনের চিলমারী, রাজিবপুর ও রৌমারী উপজেলার শতশত নারী ও পুরুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন: মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, কৃষকদল চিলমারী উপজেলা শাখা; রোকাইদা আক্তার লুনা, সিনিয়র সভাপতি, জাতীয়তাবাদী মহিলাদল চিলমারী উপজেলা শাখা; নুর আমিন সরকার, যুগ্ম আহবায়ক, যুবদল ও সাবেক সভাপতি, ছাত্রদল রমনা ইউনিয়ন শাখা; মোঃ রাসেদ রানা, যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দল চিলমারী উপজেলা শাখা; এবং জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য আনজুমা প্রমুখ।

এসময় মুজিবুর রহমান বলেন, “কুড়িগ্রাম-৪ আসনে দীর্ঘদিন জনগণের সুখে-দুঃখে মেহনতি মানুষের উন্নয়নে কাজ করেছেন মমতাজ হোসেন লিপি। তাকে এমপি হিসেবে দেখতে চাই।”

নুর আমিন সরকার বলেন, “কুড়িগ্রাম-৪ আসনে একই পরিবারের বিএনপি ও জামায়াত প্রার্থী থাকায় সাধারণ ভোটাররা বিপাকে পড়েছেন। আমরা চাই পুনর্বিবেচনা করে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়া হোক।”

এ বিষয়ে জানতে চাইলে মমতাজ হোসেন লিপি বলেন, “আমি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। দীর্ঘদিন যাবৎ এই আসনের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আমার এই আসনে নারী ভোটারের সংখ্যা বেশি থাকায় আমি দীর্ঘদিন যাবৎ নারীদের নিয়ে নিঃস্বার্থভাবে দলীয় কাজের পাশাপাশি নারী উন্নয়নে কাজ করেছি।

সুতরাং, দল আমাকে মনোনয়ন দিলে সাধারণ জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো, ইনশাল্লাহ।”

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!