AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৭ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়

এবার ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে ব্রাজিলকে থামতে হয়েছে কোয়ার্টার ফাইনালেই। সেমিফাইনালে ওঠার ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিলের তরুণীরা। কিন্তু সেই ম্যাচে ১-০ ব্যবধানের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

চে-উন ইয়োংয়ের ৪৯ মিনিটের গোলে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের মেয়েদের। ম্যাচের বাকি সময়ে খুব একটা বড় আক্রমণও অবশ্য করতে পারেনি সেলেসাও মেয়েরা।

উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিল অবশ্য সেই অর্থে ফেবারিটও ছিল না। পুরুষ ফুটবলে কখনো বড় সাফল্য না পাওয়া উত্তর কোরিয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে এর আগেও শিরোপা পেয়েছে। এক অর্থে ফেবারিট তকমা নিয়ে মাঠে নেমেছিলেন এশিয়ান প্রতিনিধিরাই।

টুর্নামেন্টের অন্য দুই কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বিদায় করেছে স্বাগতিক কলম্বিয়াকে। নির্ধারিত খেলা শেষ হয়েছিল ২-২ গোলের ড্রয়ে। পেনাল্টি শ্যুটআউটে ৩-০ ব্যবধানে জয় পায় ডাচ মেয়েরা। অন্য কোয়ার্টারে জাপান ১-০ ব্যবধানে জয় পায় স্পেনের বিপক্ষে। আর শেষ কোয়ার্টার ফাইনালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জার্মানির মেয়েরা লড়ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

 

 

Link copied!