প্যারিস অলিম্পিকের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিয়েছিলেন তিনি। মোট ৪৯ জন প্রতিযোগীর মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল।
রোববার বিকেলে শাতুহু শুটিং সেন্টারে অনুষ্ঠিত বাছাইপর্বে রবিউল স্কোর করেন ৬২৪.২। অন্যদিকে বাছাইপর্বে সেরা হয়েছেন চীনের লিহাও শেং। তিনি স্কোর করেছেন ৬৩১.৭। সমান স্কোর করে দ্বিতীয় হয়েছেন আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরোজ।
বাছাইপর্বের সেরা আটজন শুটার লড়বেন পদক জয়ের লড়াইয়ে। বাংলাদেশের রবিউলও আশা ব্যক্ত করেছিলেন সেরা আটে খেলার। কিন্তু বাছাইপর্বের গুন্ডি পেরোতে পারলেন না তিনি।
বাংলাদেশের মাত্র পাঁচ জন ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিকে খেলছেন। গেমসের উদ্বোধনের আগের দিনই মাঠে নেমেছন আরচ্যার সাগর ইসলাম। রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টের র্যাংকিং রাউন্ডে তিনি ৪৫ তম হয়েছেন।
আগামী ৩১ জুলাই ১/৩২ স্টেজে তার প্রতিপক্ষ ইতালির মাউরো নাসপলি। যিনি টোকিও অলিম্পিকে রৌপ্য পদক ও বিশ্ব আরচ্যারির অনেক পদক জয় করেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :