AB Bank
ঢাকা সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিম্বাবুয়ের কাছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের হার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১০ পিএম, ৭ জুলাই, ২০২৪
জিম্বাবুয়ের কাছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের হার

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হেরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমে সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরেছে চ্যাম্পিয়ন দলের সদস্যদের ছাড়া খেলতে নামা টিম ইন্ডিয়া। মাত্র এক সপ্তাহে আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শিরোপা জিতেছিলো রোহিত-কোহলির ভারত। 

হারারেতে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট হাতে নেমে ভারতীয় বোলারদের সামনে সুবিধা করতে না পেরে নির্ধারিত  ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রান করে  জিম্বাবুয়ে।

দলের পক্ষে ৪টি চারে ২৫ বলে সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন ক্লাইভ মাদান্দে। এছাড়া ডিওন মায়ার্স ২৩, ব্রায়ান বেনেট ২২ ও ওয়েসলি মাধভেরে ২১ রান করেন। ভারতের পক্ষে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন স্পিনার রবি বিষ্ণোই।

১১৬ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই খালি হাতে ফিরেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা।  

মিডল অর্ডার ব্যাটাররাও যাওয়া আসার মিছিল শুরু করলে ১১তম ওভারে ৪৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় ভারত। এরমধ্যে অধিনায়ক শুভমান গিল ২৯ বলে সর্বোচ্চ ৩১ রান করেন।

লোয়ার অর্ডারে দলের হাল ধরার চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর ও আবেশ খান। কিন্তু বড় ইনিংস ও জুটি না হবার কারনে ১৯ দশমিক ৫ ওভারে ১০২ রানে অলআউট হয়ের লজ্জার হার বরণ করে নেয় ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বনি¤œ রান টিম ইন্ডিয়ার।

সুন্দর ২৭ ও আবেশ ১৬ রান করেন। জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা ও সিকান্দার রাজা ৩টি করে উইকেট নেন।
টি-টোয়েন্টিতে দশবারের দেখায় এই নিয়ে চতুর্থবার ভারতকে হারালো জিম্বাবুয়ে। সর্বশেষ ২০১৬ সালে সর্বশেষ জিম্বাবুয়ের সফরে তিন ম্যাচের সিরিজ হার দিয়ে শুরু করেছিলো ভারত। ঐ সিরিজের প্রথম ম্যাচের জয়টি ভারতের বিপক্ষে এতোদিন সর্বশেষ জয়ের নজির ছিলো জিম্বাবুয়ের।

ব্যাট হাতে ১৭ রান এবং বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।


একুশে সংবাদ/ এস কে

Link copied!