লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর ৫ম আসরের পর্দা উঠছে সোমবার (১ জুলাই)।
৫ দলের টুর্নামেন্টে এবার আছেন তিন বাংলাদেশি। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ করে গত শুক্রবার দেশে ফিরেছিলেন ক্রিকেটাররা। এর মধ্যে রোববার দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়।
পাল্লেকেলেতে আসরের উদ্বোধনী ম্যাচে মোস্তাফিজ-হৃদয়ের ডাম্বুলা। প্রতিপক্ষ বি লাভ ক্যান্ডি। একই দলের বিপক্ষে তাসকিনের কলম্বো খেলতে নামবে মঙ্গলবার (২ জুলাই) রাতে।
পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মোস্তাফিজুর রহমানকে আইকন হিসেবে সরাসরি চুক্তিতে দলে টেনেছে ডাম্বুলা সিক্সার্স। একই দলে শেষ মুহূর্তে চুক্তিবদ্ধ হন হার্ডহিটার ব্যাটার হৃদয়।
অন্যদিকে নিলাম থেকে তাসকিনকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে নেয় কলম্বো স্ট্রাইকার্স। ঢাকা এক্সপ্রেসের এটিই প্রথমবার এলপিএলে অংশগ্রহণ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

