AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশেক হাসান


Ekushey Sangbad
সুমাইয়া নূর প্রভা ,স্টাফ রিপোর্টার
০৪:৪৮ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

যশোরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশেক হাসান

যশোরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ আশেক হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোহাম্মদ আশেক হাসান পারিবারিক ও পেশাগত দিক থেকে একজন শিক্ষিত ও দায়িত্ববোধসম্পন্ন কর্মকর্তা। তার পিতা বিশিষ্ট চিকিৎসক ডা. সোহরাব হোসেন কোবাদ মিয়া একজন সমাজসেবক হিসেবে সুপরিচিত। বড় ভাই মাহাবুব হাসান বাবর সরকারী মুকসুদপুর কলেজে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মামা মো: ছিরু মিয়া মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি।

নবনিযুক্ত ডিসি আশেক হাসান বলেছেন, “এই দায়িত্বের পুরো কৃতিত্ব আমার পিতা-মাতার। তাদের নৈতিকতা, পরিশ্রম ও দোয়া আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। আমি সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দেশের মানুষকে সেবা করতে চাই।”

২৭তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা ইতিপূর্বে রাজবাড়ী, খুলনা ও যশোরসহ বিভিন্ন উপজেলায় এডিসি, ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেল সুপার, এডিএম এবং ট্রেজারি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সততা, ন্যায়পরায়ণতা ও বিনয়ী আচরণের কারণে তিনি সর্বজনের প্রশংসা অর্জন করেছেন।

উল্লেখ্য, যশোরের বর্তমান জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনগণ নবনিযুক্ত ডিসি মোহাম্মদ আশেক হাসানকে স্বাগত জানিয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!