টি-২০ বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় পা রাখেন ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছেন তারা।
বিমানবন্দরে পা রেখেই সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি বারবার আফগানিস্তানের বিপক্ষে সুপার এইট পর্বের শেষ ম্যাচের প্রসঙ্গ টেনেছেন।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে শান্ত বলেছিলেন, তারা প্রথম ৩ উইকেট যাওয়ার পূর্ব পর্যন্ত ১২ ওভারের মাঝে জয়ের চিন্তা করেছিলেন। তবে তাসকিন জানিয়েছেন ভিন্ন কথা।
পারফরম্যান্স ও আফগানদের বিপক্ষের ম্যাচ নিয়ে তাসকিন বললেন, ‘না, আসলে সত্যি কথা বলতে, ভালোর তো শেষ নেই। হ্যাঁ, আরো অনেক ভালো হতে পারত। বিশেষ করে শেষ ম্যাচটা, আমরা সবাই একটু হতাশ হয়েছি।’
এরপর তিনি বলেন, ‘আমরা জেতার চেষ্টা করেছি প্রথমে, ১২ ওভারের মধ্যে। যখন বুঝতে পারলাম ১২ ওভারের মধ্যে শেষ করা সম্ভব না, তখন স্বাভাবিকভাবে খেলার চেষ্টা করেছিল সবাই। তাও জিততে পারিনি।’
দলের বোলারদের পারফরম্যান্স নিয়ে এই পেসার বলেন, ‘হ্যাঁ, ইতিবাচক দিক আছে। পুরো টুর্নামেন্টে বোলিং যথেষ্ট ভালো করেছে। সুপার এইটে এসেছি। সর্বপ্রথম টি-২০ বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। মানে পজেটিভ আছে। কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি।’
একুশে সংবাদ/ এস কে