২০৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই ওয়ারনারের উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া ।সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে ভারত। এ ম্যাচে অজিরা বড় ব্যবধানে হারলে আর আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে সেমিতে খেলতে পারবে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া সংগ্রহ ১ ওভারে ১ উইকেটে ৭ রান।
আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে আজও ব্যর্থ বিরাট কোহলি। শূন্য রানে আউট হন এ ওপেনার। তবে রোহিত শর্মা ছিলেন চেনা ছন্দে। শুরু থেকেই অজিদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন তিনি।
চার-ছক্কার ফুলঝুরিতে মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন রোহিত। যা চলতি আসরে দ্রুততম। দ্য হিটম্যান ছিলেন সেঞ্চুরির পথেও। তবে ৯২ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এ ওপেনার। সূর্যকুমার যাদবের ৩১ ও শিভম দুবের ২৮ রানের ইনিংস ভারতকে এগিয়ে দেয়।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। তার ২৭ রানের ক্যামিওতে ভারতের বড় সংগ্রহ নিশ্চিত হয়। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস দুটি ও জশ হ্যাজেলউড একটি করে উইকেট শিকার করেন।
একুশে সংবাদ/ এস কে