ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। সেই হিসেব অনুযায়ী এটাই হতে যাচ্ছে তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এছাড়া অনেকের ধারণা, এবারের বিশ্বকাপ শেষেই টি-২০ ফরম্যাটকে বিদায় জানাবেন এই অলরাউন্ডার। তবে এরকম কোনো পরিকল্পনা নেই সাকিবের।ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অলরাউন্ডার জানিয়েছেন, শেষটা সময়ের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সংবাদ সম্মেলনে অবসর ইস্যুতে সাকিব একটু রহস্যই রেখে দিয়েছেন।
সাকিব বলেন, ‘শেষ কি না জানি না। পৃথিবীতে যেকোনো কিছু যেকোনো হওয়া সম্ভব। সিদ্ধান্ত নেবে বোর্ড। আমারও কিছু সিদ্ধান্ত আছে। উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না।’
আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে শেষ? সেই প্রসঙ্গ তুলতেই সাকিবের উত্তর, ‘বলেছিলাম, ওটা তখন পর্যন্ত চিন্তা। চিন্তা পরিবর্তন হতেই পারে। সামনে অনেক বড় বিরতি আছে। এসব নিয়ে চিন্তিত নই।’
তিনি আরো বলেন, ‘দল যদি মনে করে আমার দরকার আছে, আমি যদি মনে করি আমার দরকার আছে। এটা সময়ের ব্যাপার। সামনে বড় বিরতি আছে। টেস্ট ম্যাচ আছে। এটা সময়ের ওপর ছেড়ে দিই। সময় হলেই সবাই জানতে পারবে।’
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

