টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গুরুত্বপূর্ণ এই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে দুদলই। আজকের ম্যাচ জিতলেই সেমিফাইনাল ওঠার পথ সহজ হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে জয় পেতে মুখিয়ে দুই পরাশক্তি দল। ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হবে এই দু`দল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে ম্যাচটি। আর খেলা দেখাবে নাগরিক টিভি।
চলতি আসরে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার এইটের টিকিট পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় ইংলিশরা। অপর দিকে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র্রের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে চমক দেখানো যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারায় প্রোটিয়ারা।
এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুদল। যার মধ্যে সমান ১২টি করে ম্যাচ জিতেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
টি-২০ বিশ্বকাপে অবশ্য জয়ের দিক দিয়ে এগিয়ে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে ছয়বারের মোকাবেলায় চারটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুইটিতে জয় পায় ইংল্যান্ড।
একুশে সংবাদ/ এস কে