চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় দিনরাত চলাচল করা ট্রাক ও কাভার্ড ভ্যানের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, গুদাম ও কোম্পানির মালামাল পরিবহনের জন্য বড় বড় যানবাহন যেকোনো সময়ে রাস্তায় নামায়, যার ফলে জনজীবনে সমস্যা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান শাকপুরার সড়কে চলাচল করে। সরু রাস্তা, ফুটপাত দখল ও মালামাল ওঠানামার জন্য ট্রাক দাঁড়ানোর কারণে স্কুলগামী শিশু, অফিসগামী মানুষ ও জরুরি রোগীবাহী গাড়ি ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে। এই পরিস্থিতি ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে এবং দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।
অভিযোগ রয়েছে, কিছু কোম্পানি ও ট্রাক চালক প্রশাসনের নজরদারি উপেক্ষা করে অনিয়মিত সময়ে মালামাল পরিবহন চালাচ্ছে। এছাড়া, রাস্তার পাশে অবৈধ পার্কিং ও ট্রাক টার্মিনালের অভাবও যানজটের বড় কারণ হিসেবে কাজ করছে।
এ অবস্থায় এলাকাবাসী দাবি করছে—শিল্পকারখানার পণ্য পরিবহনের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ, রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে ট্রাক চলাচল সীমিত রাখা এবং বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া। নইলে শাকপুরার জনজীবন আরও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
বোয়ালখালী সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এম. আবুল ফয়েজ মামুন বলেন, “শাকপুরা এলাকার দীর্ঘদিনের যানজট জনজীবনকে বিপর্যস্ত করেছে। বিশেষ করে শিল্প-কারখানা ও কোম্পানির ট্রাক, কাভার্ড ভ্যান ও ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল শিক্ষার্থী, চাকরিজীবী এবং রোগীদের প্রতিদিনের যাতায়াতকে কঠিন করে তুলেছে। এটি কেবল প্রশাসনিক অবহেলা নয়, এটি নাগরিক জীবনের প্রতি উদাসীনতার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবের কারণে শাকপুরার যানজট এখন একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। কিছু কোম্পানির স্বার্থে পুরো এলাকার মানুষকে কষ্ট ভোগ করতে হচ্ছে। জনগণের ভোগান্তি লাঘব করতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া উচিত।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

