ইনকিলাবের মঞ্চ মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার চেষ্টা করার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে উপজেলা বিএনপির উদ্যোগে পৌর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জৈনপুরী খানকা ব্রিজ সংলগ্ন স্থানে এসে সমাপ্ত হয়। মিছিলে বক্তারা হাদীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন খান, সহ-সভাপতি মোঃ সালাম মৃধা মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মি. মোঃ মাসুম বিল্লাহ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

