চমকপ্রদ কিছু ঘটেনি, আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) এবার সেরা ফুটবলার কে হবেন সেটা অনুমেয়–ই ছিল। যথারীতি রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বার এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর আগে কেউই টানা দ্বিতীয়বার এই পুরস্কার জেতেনি। এর আগে কেবল প্রিড্রাগ রাদোসাভলজেভিচ দু’বার (১৯৯৭ ও ২০০৩) মূল্যবান খেলোয়াড় হয়েছিলেন।
তিনদিন আগে ইন্টার মায়ামিকে প্রথমবার এমএলএস কাপের শিরোপা জিতিয়েছেন মেসি। ফ্লোরিডার ক্লাবটি ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়েছে। এদিন গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করেছেন মেসি। এর আগে তিনি এমএলএসে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন। মায়ামির জার্সিতে আমেরিকার সর্বোচ্চ এই প্রতিযোগিতায় ৩৪ ম্যাচে করেছেন ৩৫ গোল ও ২৮ অ্যাসিস্ট।
সবমিলিয়ে মায়ামির মোট ১০১ গোলের ৬৩টিতেই অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী এই আলবিসেলেস্তে অধিনায়ক। ২০২৩ সালে মায়ামিতে যোগদানের পর ক্লাবটিকে ইতিহাসের পাতায় তুলে স্বভাবতই দারুণ খুশি মেসি, ‘আমরা এই ক্লাবে আসার পর শীর্ষস্থানে পৌঁছানো ছিল অনেক বড় চ্যালেঞ্জ। কারণ ক্লাবটি নতুন। এবার লক্ষ্য ছিল এমএলএস কাপ জয় এবং মায়ামিকে সবার ওপরে বসানো। আমাদের অনেক বেশি ম্যাচ ও প্রতিযোগিতায় যেতে হয়েছে। এখানে ফাইনাল এবং তার আগে ক্লাব বিশ্বকাপ মিলিয়ে আমরা দুর্দান্ত করেছি।’
সম্প্রতি মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। ডেভিড বেকহ্যামের ক্লাবকে সর্বোচ্চ চূড়ায় তোলার পুরস্কার যে তিনি পাবেন সেটা আগেই অনুমেয় ছিল। তবে বয়স ও ওয়ার্কলোড বিবেচনায় দ্বিধা ছিল এই চুক্তি নিয়ে। এবারের এমএলএস মূল্যবান ফুটবলার বাছাইয়ে ৭০ শতাংশের বেশি ভোট পেয়েছেন মেসি। অথচ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সান দিয়েগো উইঙ্গার অ্যান্ডার্স দ্রেয়ারের কপালে জুটেছে স্রেফ ১১ শতাংশ ভোট।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে পূর্ণতা দেওয়া এলএমটেন সবমিলিয়ে রেকর্ড সর্বোচ্চ ৪৮টি ট্রফি জিতেছেন। ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর, তিনবার ফিফা বেস্ট মেন্স প্লেয়ার, দু’বার বিশ্বকাপে গোল্ডেন বল, উয়েফা বর্ষসেরা ফুটবলার তিনবার, ইউরোপিয়ান গোল্ডেন স্যু ছয়বার, লা লিগায় ছয়বার সেরা খেলোয়াড়, স্প্যানিশ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আটটি পিচিচি ট্রফি এবং ১৫ বার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হয়েছেন। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে এই ৩৮ বছর বয়সী তারকার।
একুশে সংবাদ/ এমএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

