AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সময়সূচি প্রকাশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১২ এএম, ৭ ডিসেম্বর, ২০২৫

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সময়সূচি প্রকাশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

ফুটবল প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ ম্যাচ শিডিউল। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টটি যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার তিন দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে জমকালো উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ, এবং ১৯ জুলাই নিউ ইয়র্ক/নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।

এক নজরে দেখে নিন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি-

২০২৬ বিশ্বকাপের গ্রুপভিত্তিক সূচি

এ গ্রুপ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, উয়েফা প্লে অফ-ডি জয়ী (চেক রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, ডেনমার্ক কিংবা নর্থ মেসিডোনিয়া)

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১১ জুন, ২০২৬মেক্সিকো vs দক্ষিণ আফ্রিকামেক্সিকো সিটি স্টেডিয়ামরাত ১টা
১২ জুন, ২০২৬দক্ষিণ কোরিয়া vs উয়েফা প্লে অফ ডি জয়ীএস্তাদিও গুয়াদালাজারাসকাল ৮টা
১৮ জুন,২০২৬উয়েফা প্লে অফ ডি জয়ী vs দক্ষিণ আফ্রিকামার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামরাত ১০টা
১৯ জুন, ২০২৬মেক্সিকো vs দক্ষিণ কোরিয়াএস্তাদিও গুয়াদালাজারাসকাল ৭টা
২৪ জুন, ২০২৬উয়েফা প্লে অফ ডি জয়ী vs মেক্সিকোমেক্সিকো সিটি স্টেডিয়ামসকাল ৭টা
২৫ জুন, ২০২৬দক্ষিণ আফ্রিকা vs দক্ষিণ কোরিয়াএস্তাদিও মন্টেরেসকাল ৭টা

গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড ও উয়েফা প্লে অফ এ জয়ী (ইতালি, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড কিংবা বসনিয়া-হার্জেগোভিনা)

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১২ জুন, ২০২৬কানাডা vs উয়েফা প্লে অফ এ জয়ীবিএমও ফিল্ডদিবাগত রাত ১টা
১৪ জুন, ২০২৬কাতার vs সুইজারল্যান্ডলেভি’স স্টেডিয়ামভোর ৪টা
১৮ জুন, ২০২৬উয়েফা প্লে অফ এ জয়ী vs সুইজারল্যান্ডসোফাই স্টেডিয়ামদিবাগত রাত ১টা
১৯ জুন, ২০২৬কানাডা vs কাতারবিসি প্লেসভোর ৪টা
২৪ জুন, ২০২৬কানাডা vs সুইজারল্যান্ডবিসি প্লেসদিবাগত রাত ১টা
২৪ জুন, ২০২৬উয়েফা প্লে অফ এ জয়ী vs কাতারলুমেন ফিল্ডদিবাগত রাত ১টা

সি গ্রুপ : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১৪ জুন, ২০২৬ব্রাজিল vs মরক্কোনিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামভোর ৪টা
১৪ জুন, ২০২৬হাইতি vs স্কটল্যান্ডবোস্টনসকাল ৭টা
২০ জুন, ২০২৬ব্রাজিল vs হাইতিবোস্টনভোর ৪টা
২০ জুন, ২০২৬স্কটল্যান্ড vs মরক্কোফিলাডেলফিয়াসকাল ৭টা
২৫ জুন, ২০২৬স্কটল্যান্ড vs ব্রাজিলমায়ামিভোর ৪টা
২৫ জুন, ২০২৬মরক্কো vs হাইতিআটালান্টাভোর ৪টা

ডি গ্রুপ : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে অফ সি জয়ী (স্লোভাকিয়া, তুরস্ক, কসোভো কিংবা রোমানিয়া)

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১৩ জুন, ২০২৬যুক্তরাষ্ট্র vs প্যারাগুয়েসোফাই স্টেডিয়ামসকাল ৭টা
১৩ জুন, ২০২৬অস্ট্রেলিয়া vs উয়েফা প্লে অফ সি জয়ীবিসি প্লেসসকাল ১০টা
১৯ জুন, ২০২৬উয়েফা প্লে অফ সি জয়ী vs প্যারাগুয়েলেভি’স স্টেডিয়ামসকাল ১০টা
১৯ জুন, ২০২৬যুক্তরাষ্ট্র vs অস্ট্রেলিয়ালুমেন ফিল্ডদিবাগত রাত ১টা
২৬ জুন, ২০২৬উয়েফা প্লে অফ সি জয়ী vs যুক্তরাষ্ট্রসোফাই স্টেডিয়ামসকাল ৮টা
২৬ জুন, ২০২৬প্যারাগুয়ে vs অস্ট্রেলিয়ালেভি’স স্টেডিয়ামসকাল ৮টা

ই গ্রুপ : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১৪ জুন, ২০২৬জার্মানি vs কুরাসাওহোস্টনরাত ১১টা
১৫ জুন, ২০২৬আইভরি কোস্ট vs ইকুয়েডরফিলাডেলফিয়াভোর ৫টা
২০ জুন, ২০২৬জার্মানি vs আইভরি কোস্টটরন্টোদিবাগত রাত ২টা
২১ জুন, ২০২৬ইকুয়েডর vs কুরাসাওকানসাস সিটিভোর ৬টা
২৫ জুন, ২০২৬ইকুয়েডর vs জার্মানিনিউইয়র্ক নিউজার্সিদিবাগত রাত ২টা
২৫ জুন, ২০২৬কুরাসাও vs আইভরি কোস্টফিলাডেলফিয়াদিবাগত রাত ২টা

এফ গ্রুপ : নেদারল্যান্ডস, জাপান, উয়েফা প্লে অফ বি জয়ী (ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড বা আলবেনিয়া) ও তিউনিসিয়া।

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১৪ জুন, ২০২৬নেদারল্যান্ডস vs জাপানডালাসদিবাগত রাত ২টা
১৫ জুন, ২০২৬উয়েফা প্লে অফ বি জয়ী vs তিউনিসিয়ামন্টেরেসকাল ৮টা
২০ জুন, ২০২৬নেদারল্যান্ডস vs উয়েফা প্লে অফ বি জয়ীহোস্টনরাত ১১টা
২০ জুন, ২০২৬তিউনিসিয়া vs জাপানমন্টেরেরাত ১০টা
২৬ জুন, ২০২৬তিউনিসিয়া vs নেদারল্যান্ডসডালাসভোর ৫টা
২৬ জুন, ২০২৬জাপান vs উয়েফা প্লে অফ বি জয়ীকানসাস সিটিভোর ৫টা

জি গ্রুপ : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১৫ জুন, ২০২৬বেলজিয়াম vs মিশরসিয়াটলদিবাগত রাত ১টা
১৬ জুন, ২০২৬ইরান vs নিউজিল্যান্ডলস অ্যাঞ্জেলসসকাল ৭টা
২১ জুন, ২০২৬বেলজিয়াম vs ইরানলস অ্যাঞ্জেলসদিবাগত রাত ১টা
২২ জুন, ২০২৬নিউজিল্যান্ড vs মিশরভ্যাঙ্কুভারসকাল ৭টা
২৭ জুন, ২০২৬নিউজিল্যান্ড vs বেলজিয়ামভ্যাঙ্কুভারসকাল ৯টা
২৭ জুন, ২০২৬মিশর vs ইরানসিয়াটলসকাল ৯টা

এইচ গ্রুপ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১৫ জুন, ২০২৬স্পেন vs কেপ ভার্দেআটালান্টারাত ১০টা
১৬ জুন, ২০২৬সৌদি আরব vs উরুগুয়েমায়ামিভোর ৪টা
২১ জুন, ২০২৬স্পেন vs সৌদি আরবআটালান্টারাত ১০টা
২২ জুন, ২০২৬উরুগুয়ে vs কেপ ভার্দেমায়ামিভোর ৪টা
২৭ জুন, ২০২৬উরুগুয়ে vs স্পেনহোস্টনভোর ৬টা
২৭ জুন, ২০২৬কেপ ভার্দে vs সৌদি আরবগুয়াদালাজারাভোর ৬টা

আই গ্রুপ : ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে অফ ২ জয়ী (ইরাক, বলিভিয়া কিংবা সুরিনাম), নরওয়ে

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১৬ জুন, ২০২৬ফ্রান্স vs সেনেগালনিউইয়র্ক নিউজার্সিদিবাগত রাত ১টা
১৭ জুন, ২০২৬ফিফা প্লে অফ ২ জয়ী vs নরওয়েবোস্টনভোর ৪টা
২২ জুন, ২০২৬ফ্রান্স vs প্লে অফ ২ জয়ীফিলাডেলফিয়াদিবাগত রাত ৩টা
২৩ জুন, ২০২৬নরওয়ে vs সেনেগালনিউইয়র্ক নিউজার্সিভোর ৬টা
২৬ জুন, ২০২৬নরওয়ে vs ফ্রান্সবোস্টনদিবাগত রাত ১টা
২৬ জুন, ২০২৬সেনেগাল vs ফিফা প্লে অফ ২ জয়ীটরন্টোদিবাগত রাত ১টা

জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১৬ জুন, ২০২৬অস্ট্রিয়া vs জর্ডানসানফ্রান্সিসকো বে এরিয়াসকাল ১০টা
১৭ জুন, ২০২৬আর্জেন্টিনা vs আলজেরিয়াকানসাস সিটিসকাল ৭টা
২২ জুন, ২০২৬আর্জেন্টিনা vs অস্ট্রিয়াডালাসরাত ১১টা
২৩ জুন, ২০২৬জর্ডান vs আলজেরিয়াসানফ্রান্সিসকো বে এরিয়াসকাল ৯টা
২৮ জুন, ২০২৬জর্ডান vs আর্জেন্টিনাডালাসসকাল ৮টা
২৮ জুন, ২০২৬আলজেরিয়া vs অস্ট্রিয়াকানসাস সিটিসকাল ৮টা

কে গ্রুপ : পর্তুগাল, ফিফা প্লে অফ ১ জয়ী (কঙ্গো, জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া), উজবেকিস্তান, কলম্বিয়া।

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১৭ জুন, ২০২৬পর্তুগাল vs ফিফা প্লে অফ ১ জয়ীহোস্টনরাত ১১টা
১৮ জুন, ২০২৬উজবেকিস্তান vs কলম্বিয়ামেক্সিকো সিটিসকাল ৮টা
২৩ জুন, ২০২৬পর্তুগাল vs উজবেকিস্তানহোস্টনরাত ১১টা
২৪ জুন, ২০২৬কলম্বিয়া vs ফিফা প্লে অফ ১ জয়ীগুয়াদালাজারাসকাল ৮টা
২৮ জুন, ২০২৬কলম্বিয়া vs পর্তুগালমায়ামিভোর সাড়ে ৫টা
২৮ জুন, ২০২৬ফিফা প্লে অফ ১ জয়ী vs উজবেকিস্তানআটলান্টাভোর সাড়ে ৫টা

এল গ্রুপ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

তারিখম্যাচস্টেডিয়ামসময়
১৭ জুন, ২০২৬ইংল্যান্ড vs ক্রোয়েশিয়াডালাসদিবাগত রাত ২টা
১৮ জুন, ২০২৬ঘানা vs পানামাটরন্টোভোর ৫টা
২৩ জুন, ২০২৬ইংল্যান্ড vs ঘানাবোস্টনদিবাগত রাত ২টা
২৪ জুন, ২০২৬পানামা vs ক্রোয়েশিয়াটরন্টোভোর ৫টা
২৭ জুন, ২০২৬পানামা vs ইংল্যান্ডনিউইয়র্ক নিউজার্সিদিবাগত রাত ৩টা
২৭ জুন, ২০২৬ক্রোয়েশিয়া vs ঘানাফিলাডেলফিয়াদিবাগত রাত ৩টা

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২

 তারিখম্যাচভেন্যু
২৮ জুন ,২০২৬গ্রুপ A রানার-আপ বনাম গ্রুপ B রানার-আপসোফাই স্টেডিয়াম, ইংগেলউড
২৯ জুন ,২০২৬গ্রুপ E চ্যাম্পিয়ন বনাম গ্রুপ A/B/C/D/F তৃতীয় স্থানজিলেট স্টেডিয়াম, ফক্সবরো
২৯ জুন ,২০২৬গ্রুপ F চ্যাম্পিয়ন বনাম গ্রুপ C রানার-আপএস্টাদিও বিবিবিএ, গুয়াদালুপে
 ২৯ জুন ,২০২৬গ্রুপ C চ্যাম্পিয়ন বনাম গ্রুপ F রানার-আপএনআরজি স্টেডিয়াম, হিউস্টন
৩০ জুন ,২০২৬গ্রুপ I চ্যাম্পিয়ন বনাম গ্রুপ C/D/F/G/H তৃতীয় স্থানমেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড
 ৩০জুন ,২০২৬গ্রুপ E রানার-আপ বনাম গ্রুপ I রানার-আপএটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আরলিংটন
৩০জুন,২০২৬গ্রুপ A চ্যাম্পিয়ন বনাম গ্রুপ C/E/F/H/I তৃতীয় স্থানএস্টাদিও আজটেকা, মেক্সিকো সিটি
 ১ জুলাই ,২০২৬গ্রুপ L চ্যাম্পিয়ন বনাম গ্রুপ E/H/I/J/K তৃতীয় স্থানমার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা
১ জুলাই,২০২৬গ্রুপ D চ্যাম্পিয়ন বনাম গ্রুপ B/E/F/I/J তৃতীয় স্থানলিভাইস স্টেডিয়াম, সান্তা ক্লারা
১ জুলাই,২০২৬গ্রুপ G চ্যাম্পিয়ন বনাম গ্রুপ A/E/H/I/J তৃতীয় স্থানলুমেন ফিল্ড, সিয়াটল
 ২ জুলাই,২০২৬গ্রুপ K রানার-আপ বনাম গ্রুপ L রানার-আপবিএমও ফিল্ড, টরন্টো
 ২ জুলাই,২০২৬গ্রুপ H চ্যাম্পিয়ন বনাম গ্রুপ J রানার-আপসোফাই স্টেডিয়াম, ইংগেলউড
 ২ জুলাই,২০২৬গ্রুপ B চ্যাম্পিয়ন বনাম গ্রুপ E/F/G/I/J তৃতীয় স্থানবিসি প্লেস, ভ্যাঙ্কুভার
৩ জুলাই ,২০২৬গ্রুপ J চ্যাম্পিয়ন বনাম গ্রুপ H রানার-আপহার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেন্স
 ৩ জুলাই,২০২৬গ্রুপ K চ্যাম্পিয়ন বনাম গ্রুপ D/E/I/J/L তৃতীয় স্থানঅ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি
৩ জুলাই,২০২৬গ্রুপ D রানার-আপ বনাম গ্রুপ G রানার-আপএটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আরলিংটন

২০২৬ বিশ্বকাপের শেষ ১৬

 তারিখম্যাচভেন্যু
৪ জুলাই,২০২৬ আর৩২ ম্যাচ ২ বিজয়ী বনাম আর৩২ ম্যাচ ৫ বিজয়ীলিংকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া
৪ জুলাই,২০২৬আর৩২ ম্যাচ ১ বিজয়ী বনাম আর৩২ ম্যাচ ৩ বিজয়ীএনআরজি স্টেডিয়াম, হিউস্টন
৫ জুলাই,২০২৬আর৩২ ম্যাচ ৪ বিজয়ী বনাম আর৩২ ম্যাচ ৬ বিজয়ীমেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড
৫ জুলাই,২০২৬আর৩২ ম্যাচ ৭ বিজয়ী বনাম আর৩২ ম্যাচ ৮ বিজয়ীএস্টাদিও আজটেকা, মেক্সিকো সিটি
৬ জুলাই,২০২৬আর৩২ ম্যাচ ১১ বিজয়ী বনাম আর৩২ ম্যাচ ১২ বিজয়ীএটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আরলিংটন
৬ জুলাই,২০২৬আর৩২ ম্যাচ ৯ বিজয়ী বনাম আর৩২ ম্যাচ ১০ বিজয়ীলুমেন ফিল্ড, সিয়াটল
৭ জুলাই,২০২৬আর৩২ ম্যাচ ১৪ বিজয়ী বনাম আর৩২ ম্যাচ ১৬ বিজয়ীমার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা
৭ জুলাই,২০২৬আর৩২ ম্যাচ ১৩ বিজয়ী বনাম আর৩২ ম্যাচ ১৫ বিজয়ীবিসি প্লেস, ভ্যাঙ্কুভার

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল 

 তারিখম্যাচভেন্যু
৯ জুলাই,২০২৬আর১৬ ম্যাচ ১ বিজয়ী বনাম আর১৬ ম্যাচ ২ বিজয়ীজিলেট স্টেডিয়াম, ফক্সবরো
১০ জুলাই,২০২৬আর১৬ ম্যাচ ৫ বিজয়ী বনাম আর১৬ ম্যাচ ৬ বিজয়ীসোফাই স্টেডিয়াম, ইংগেলউড
১১ জুলাই,২০২৬আর১৬ ম্যাচ ৩ বিজয়ী বনাম আর১৬ ম্যাচ ৪ বিজয়ীহার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেন্স
১১ জুলাই,২০২৬আর১৬ ম্যাচ ৭ বিজয়ী বনাম আর১৬ ম্যাচ ৮ বিজয়ীঅ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি

২০২৬ বিশ্বকাপের সেমি ফাইনাল

তারিখম্যাচভেন্যু
১৪ জুলাই,২০২৬কিউএফ ম্যাচ ১ বিজয়ী বনাম কিউএফ ম্যাচ ২ বিজয়ীএটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আরলিংটন
১৫ জুলাই,২০২৬কিউএফ ম্যাচ ৩ বিজয়ী বনাম কিউএফ ম্যাচ ৪ বিজয়ীমার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা

২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণ

তারিখম্যাচভেন্যু
১৮ জুলাই,২০২৬এসএফ ম্যাচ ১ পরাজিত বনাম এসএফ ম্যাচ ২ পরাজিতহার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেন্স

২০২৬ বিশ্বকাপের ফাইনাল

তারিখম্যাচভেন্যু
১৯ জুলাই,২০২৬সেমি ১ জয়ী বনাম সেমি ২ জয়ীমেটলাইফ স্টোডিয়াম,পূর্ব রাদারফোর্ড

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!