শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়ন এবং লেখাপড়ায় উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের উদ্যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
পরীক্ষায় ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান ও বাওবি বিষয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রশ্নপত্রে ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং সূত্রে জানা যায়, প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান ৩ হাজার টাকা, তৃতীয় স্থান ২ হাজার টাকা এবং চতুর্থ থেকে বিংশ স্থান পর্যন্ত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত সবাইকে মেধাবৃত্তি সনদপত্রও দেওয়া হবে। ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৫ ডিসেম্বর।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দত্তখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম মিয়া বলেন, “আমার কয়েকজন শিক্ষার্থী নিয়ে এখানে এসেছি। মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হচ্ছে। এমন পরীক্ষা শিক্ষার্থীদের জন্য কল্যাণকর। যারা পড়াশোনায় কিছুটা পিছিয়ে আছে, তারাও এগিয়ে আসছে।”
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছে, “বিদ্যালয়ে ক্লাসের পরীক্ষা আসলেই একটু চিন্তা হতো। কিন্তু মেধাবৃত্তি পরীক্ষার কারণে এখন সেই চাপ নেই। এতে আমাদের পড়াশোনা আরও ভালো হবে।”
ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের পরিচালক মো. ঠান্টু আলম বলেন, “অত্যন্ত সুন্দর ও শান্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মূলত মেধার চর্চা অব্যাহত রাখাই আমাদের লক্ষ্য।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

