ম্যাচটার তেমন গুরুত্ব নেই বললেই চলে। ভারত সুপার এইটের জন্য কোয়ালিফাই করে ফেলেছে, কানাডাও এইরমধ্যে বাদ পড়েছে। তাছাড়া এ টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হলে আলাদা কোনো প্রভাবও নেই। ফলে ভারত ও কানাডা দুদলের জন্যই ম্যাচটি আনুষ্ঠানিকতার।
আনুষ্ঠানিকতার ম্যাচে নির্ধারিত সময়ে টস হয়নি। নির্ধারিত সময়ে ম্যাচও যে শুরু হবে না, তা তো আর বলতে হয়। ভেজা মাঠের কারণে অপেক্ষা বেড়েছে সবার।
ক্রিকবাজের আপটেডে জানানো হয়েছে, এখনও সেন্ট্রাল ব্রোওয়ার্ড স্টেডিয়ামের পিচ এখনও কভারে ঢাকা। আম্পায়াররা মাঠে নেমে পরিস্থিতি পরখ করছেন।
সুপার এইটের টিকিট পেয়ে যাওয়ায় এ ম্যাচে বেঞ্চ পরখ করে দেখতে পারে ভারত। যাতে পরের ধাপে প্রয়োজন হলে রিসোর্স কাজে লাগাতে পারে তারা। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া কানাডা ভারতকে হারিয়ে বিদায়টা রাঙাতে চাইতে পারে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা