AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ফাইটিং স্কোর


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:২৪ এএম, ৮ জুন, ২০২৪
নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ফাইটিং স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে ব্যাট হাতে দারুণ পুঁজি পেয়েছে আফগানিস্তান।গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৯ রান করেছে আফগানিস্তান।

এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতা ধীরে হলেও আস্তে আস্তে রানের গতি বাড়াতে থাকেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।

উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন জাদরান ও গুরবাজ। ব্যক্তিগত ৪৪ রানে ম্যাট হেনরির বলে জাদরান বোল্ড হলে ভাঙে এ জুটি। সঙ্গী না পারলেও অনবদ্য এক ফিফটি তুলে নেন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন তিনি।

এরপর তিনে নামা আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি এবং লকি ফার্গুসন একটি উইকেট শিকার করেন।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!