AB Bank
ঢাকা সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

টি২০ বিশ্বকাপের একঝলকে পয়েন্ট তালিকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৭ পিএম, ৭ জুন, ২০২৪
টি২০ বিশ্বকাপের একঝলকে পয়েন্ট তালিকা

আইসিসি টি২০ বিশ্বকাপের শুরুর এক সপ্তাহের মধ্যে দেখা গেছে চমক। পাকিস্তানকে হারিয়ে নজর কেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে শাহিন আফ্রিদি, বাবর আজমদের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছেন অ্যারন জোনস, সৌর নেত্রভালকররা। নিজেদের প্রথম ম্যাচে তো অ্যারন জোনস প্রায় ক্রিস গেইলের রেকর্ড ভেঙেই দিয়েছিলেন।

এদিকে ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় সেই গ্রুপে এখন শীর্ষ চলে গেছে স্কটল্যান্ড, তাও আবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলকে পিছনে ফেলে। শ্রীলঙ্কা পয়েন্টের খাতা খুলতে না পারলেও, নেদারল্যান্ডস জিতেছে তাদের প্রথম ম্যাচেই। ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে গ্রুপ সি-তে সবার ওপরে রয়েছে আফগানিস্তান। এই মূহূর্তে টি২০ বিশ্বকাপের চারটি গ্রুপে ঠিক চিত্রটা কেমন, একঝলকে দেখে নেওয়া যাক। 

গ্রুপ এ-
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত

পাকিস্তান একটি ম্যাচ খেলে সেটিতে হেরে গ্রুপে রয়েছে তৃতীয় স্থানে

চতুর্থ স্থানে রয়েছে কানাডা এবং পঞ্চম স্থানে রয়েছে আয়ারল্যান্ড, দুই দলই একটি করে ম্যাচ খেলেছে, পয়েন্ট ০

গ্রুপ বি-
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এই গ্রুপে সবার ওপরে স্কটল্যান্ড

১ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া

২ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে এই মূহূর্তে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নামিবিয়া

১ ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড

গ্রুপ বির পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে ওমান, ২ ম্যাচে পয়েন্ট ০

গ্রুপ সি-
১ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ সির প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান

১ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে নেট রান রেটে দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ

২ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে তালিকায় তৃতীয় স্থানে উগান্ডা

চতুর্থ স্থানে রয়েছে ২ ম্যাচে ০ পয়েন্টে থাকা পাপুয়া নিউ গিনি

গ্রুপ সিতে পঞ্চম স্থানে রয়েছে একটিও ম্যাচ না খেলা নিউজিল্যান্ড

গ্রুপ ডি-তে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সেখানে ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার ওপরে সাউথ আফ্রিকা। ১ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে নেট রান রেটের জন্য তালিকায় দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। ১ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে তৃতীয় নেপাল, তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ১ ম্যাচে ০ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা। পঞ্চম স্থানে রয়েছে একটিও ম্যাচ এখনও পর্যন্ত না খেলা বাংলাদেশ ক্রিকেট দল। ১৮জুন গ্রুপ স্টেজ শেষ হবে, ফলে এখনও সাপ লুডোর পয়েন্ট তালিকায় অনেক নাটক বাকি আছে।

 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!